EDUCATION

আহলে বাইতের নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করা যাবে কি?

  আহলে সুন্নতের কিতাবসমূহে আহলে বাইতের সাথে আলাইহিস্ সালাম থাকার রেফারেন্স

আহলে বাইতের নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করা যাবে কি
আহলে বাইতের নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করা যাবে কি

আহলে বাইতের নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করা যাবে কি?

আহলে বাইতের নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করা যাবে কি যাবে না কি না? এ সম্পর্কে হাদিসের ইমামগণ আহলে বাইতের নামে ‘আলাইহিস সালাম’ ব্যবহার করেছেন কিনা চলুন তা দেখা যাক-

১. বুখারী শরীফে ২০৮৯ নং হাদিসের সনদের মধ্যে ইমাম বুখরী মাওলা আলীর নামের শেষে আলাইহি সালাম ব্যবহার করেছেন, যা নিম্নরূপঃ

أَخْبَرَهُ أَنَّ عَلِيًّا عَلَيْهِ السَّلاَمُ،

২. বুখারী শরীফে তাফসীর অধ্যায়ে সূরা লাইল এর তাফসীরে ৪৯৪৭নং হাদিসের সনদের মধ্যে ইমাম বুখরী মাওলা আলীর নামের শেষে আলাইহি সালাম ব্যবহার করেছেন, যা নিম্নরূপঃ

عَنْ عَلِيٍّ عَلَيْهِ السَّلاَمُ، قَالَ

৩. বুখারী শরীফে তাফসীর অধ্যায়ে সূরা জারিয়াত এর তাফসীরে ইমাম বুখারী মাওলা আলীর নামের শেষে আলাইহি সালাম ব্যবহার করেছেন, যা নিম্নরূপঃ

قَالَ عَلِيٌّ عَلَيْهِ السَّلاَمُ: ” الذَّارِيَاتُ

৪. ইমাম বুখারী বুখারী শরীফের কিতাবুল মাগাজী (যুদ্ধাভিযান অধ্যায়) এর একটি বাবের (অনুচ্ছেদ) নাম দিয়েছেন:

بَابُ بَعْثِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَلَيْهِ السَّلاَمُ

৫. ইমাম বুখারী বুখারী শরীফের কিতাবুত তাকাসীর (কসর অধ্যায়) এর একটি বাবের (অনুচ্ছেদ) নাম

بَابُ يَقْصُرُ إِذَا خَرَجَ مِنْ مَوْضِعِهِ وَخَرَجَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ عَلَيْهِ السَّلاَمُ

৬. ইমাম বুখারী হযরত মা ফাতিমার নামে ‘আলাইহিস সালাম’ ব্যবহার করেছেন। দেখুন বুখারী শরীফ সাহাবীদের ফজিলত অধ্যায়ঃ

بَابُ مَنَاقِبِ فَاطِمَةَ عَلَيْهَا السَّلاَمُ

আহলে বাইতের নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করা যাবে কি?

৭. ইমাম বুখারী ইমাম হযরত হুসাইনের নামে আলাইহিস সালাম ব্যবহার করেছেন। দেখুন বুখারী শরীফ সাহাবীদের ফজিলত অধ্যায় ৩৭৪৮ নং হাদিস

الحُسَيْنِ عَلَيْهِ السَّلاَمُ

৮. হাদিসের অন্যতম কিতাব সুনানে আবি দাউদের মধ্যে অনেক স্থানে ইমাম আবি দাউদ মাওলা আলীর নামের শেষে আলাইহি সালাম ব্যবহার করেছেন। যেমন, ১২৭২ নং হাদিসঃ

عَنْ عَلِيٍّ عَلَيْهِ السَّلَام،

এভাবে সুনানে আবি দাউদের হাদিস নং- ১৫৭৪, ২০৭৭, ২৯৮৪, ৩২১৪, ৩৫৮২, ৩৬৯৭, ৩৮২৮, ৩৮৫৬, ৪৪০২, ৪৪০৩, ৪৩৫১, ৪৬৩০, ৪৬৪৬, ৪৬৪৯, ৪৫৩০, ৪৭৭০, ৪৯৬৭, ৫০৬৪ ও ৫১৫৬-তে মাওলা আলীর নামের শেষে ‘আলাইহি সালাম’ ব্যবহার করা হয়েছে।

৯. ইমাম আহমদ বিন হাম্বল স্বীয় হাদিসের গ্রন্থ ফাজায়েলে সাহাবা-এর মধ্যে বিভিন্ন স্থানে মাওলা আলীর নামের শেষে ‘আলাইহিস সালাম’ ব্যবহার করেছেন। যেমন, ১২২৯ নং হাদিস-

قَالَ عَلِيٌّ عَلَيْهِ السَّلَامُ

এভাবে ফাজায়েলে সাহাবা গ্রন্থের হাদিস নং-১১৩০, ১৩২৩, ১৩২৬, ১৩৩৪, ১৩৬৪, ১৩৬৯, ১৩৭২, ১৩৮৫, ১৫৮৪- তে মাওলা আলীর নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button