NEWS

এক টাকাই আল্লাহকে পাওয়া যায়?

এক টাকাই আল্লাহকে পাওয়া যায়? ইসলামিক গল্প এক টাকাই আল্লাহকে পাওয়া যায়? ইসলামিক গল্প

এক টাকাই আল্লাহকে পাওয়া যায়

৮ বছরের একটা বাচ্চা ছেলে ১ টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বললো,

আপনার দোকানে কি আল্লাহ কে পাওয়া যাবে?

*দোকানদার একথা শুনে কয়েনটি ছুড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিলো ছেলেটিকে।

ছেলেটি পাশের দোকানে গিয়ে ১ টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলো!

*এই ছেলে.. ১ টাকা দিয়ে কি চাও তুমি?

*আমি আল্লাহকে চাই। আপনার দোকানে আছে?

*দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিলো।

কিন্তু, অবুঝ ছেলেটি হাল ছাড়লো না। একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে চল্লিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো,

* তুমি আল্লাহকে কিনতে চাও কেন? কি করবে আল্লাহকে দিয়ে?

এই প্রথম কোন দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখেমুখে আশার আলো ফুটে উঠলো৷

নিশ্চয়ই এই দোকানে আল্লাহকে পাওয়া যাবে! হতচকিত কণ্ঠে উত্তর দিলো,

*আমার তো বাবা নাই, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই।

আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে।

মা মরে গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে, একমাত্র আল্লাহই পারে আমার মাকে বাঁচাতে।

আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে?

এক টাকাই আল্লাহকে পাওয়া যায়?

*হ্যাঁ পাওয়া যাবে…! কত টাকা আছে তোমার কাছে?

*মাত্র এক টাকা।

*সমস্যা নেই। এক টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে।

দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখলো এক টাকায় এক গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই।

তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস পানি ধরিয়ে দিয়ে বললো,

এই পানিটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে।

পরের দিন একদল মেডিকেল স্পেশালিষ্ট ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো।

খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন।

ডিসচার্জ এর কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হবার মতো অবস্থা।

ডাক্তার উনাকে আশ্বস্ত করে বললো, “টেনশনের কিছু নেই।

একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন। সাথে একটা চিঠি দিয়েছেন”।

এক টাকাই আল্লাহকে পাওয়া যায়?

মহিলাটি চিঠি খুলে পড়ে দেখলো তাতে লেখা-

“আমাকে ধন্যবাদ দেওয়ার কোন প্রয়োজন নেই। আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ…

আমি তো শুধু উসিলা মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ বা চ্চাটিকে।

যে একটাকা হাতে নিয়ে অবুঝের মতো আ ল্লা হ কে খুঁজে বেড়িয়েছে।

তার বুকভরা বিশ্বাস ছিলো,

একমাত্র আল্লাহই পারে আপনাকে বাঁচা-তে।

এর নামই বিশ্বাস… এর নামই ঈমান।

আল্লা হকে খুঁজে পেতে কোটি টাকা দান খয়রাত করতে হয়না, বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে এক টাকাতেও পাওয়া যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button