NEWS

গীবতের ভয়াবহ পরিণাম!

 

গীবতের ভয়াবহ পরিণাম!
গীবতের ভয়াবহ পরিণাম!

                         গীবতের ভয়াবহ পরিণাম!

গীবত সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করে আল্লাহ্ তা’আলা বলেন, ‘পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর জন্য দুর্ভোগ।” [সূরা হুমাযাহ- ০১]

প্রচলিত সমাজ ব্যবস্থার অন‌্যতম একটি ভাইরাস হলো গীবত। সহজেই আমরা একে-অন‌্যর সমন্ধে কথা বলি, বন্ধুদের সাথে আড্ডায় বসে অন‌্য বন্ধুর সমন্ধে বলি, দৈনন্দিন আলাপচারিতায় বিভিন্নভাবে আমরা গীবতের মধ্যে ডুবে আছি।

মহান আল্লাহতায়ালা গীবতকারী সমন্ধে বলেন, “তোমাদের কেউ যেন কারো গীবত না করে, তোমাদের কেউ কি চায় যে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? তোমরা তো এটাকে ঘৃণাই করে থাকো।” [সূরা হুজুরাত- ১২]

আমরা কম বেশী সবাই গীবত সমন্ধে জানি। তারপরও গীবতের সংজ্ঞা বলা প্রয়োজন মনে করছি- ‘গীবত’ অর্থ বিনা প্রয়োজনে কোনো ব্যক্তির দোষ অপরের নিকটে উল্লেখ করা।’

রাসূলুল্লাহ্ (সা:) গীবতের পরিচয় দিয়ে বলেন, ‘গীবত হলো তোমার ভাইয়ের এমন আচরণ বর্ণনা করা যা সে খারাপ ও কুৎসিত বলে জানে।’ [মুসলিম শরীফ- ১৮০৩]

আয়াতুল্লাহ হাক্ব শেনাস বলেন, ‘আমি প্রথম নৈতিক বিষয় শিখেছি গিবত অধ্যায় থেকে। মহান আল্লাহ সাক্ষী যে, আমার আঠারো বছর থেকে শুরু- আমার শিক্ষক কম কথা বলতে আমাকে প্রায় বাঁধ্য করেছিলেন। «الصمت باب من ابواب الحكمه» ” নীরবতা বা কম কথা বলা হিকমতের অন্যতম একটি দরজা।

গীবতের ভয়াবহ পরিণাম!

আখলাকি বিষয়ে আমি প্রথম যে বিষয়টি শিখেছি তা ছিল গীবতের অধ্যায়। কারণ আমি দেখেছি যে, আমি যদি এই অধ্যায়টি না শিখি তবে আমি কথা বলতে পারব না। আমি যাই বলব, ওস্তাদ বলবেন যে- এটি গীবত! (অর্থাৎ আপনি যদি গীবত সম্পর্কে জানেন তবে আপনি গীবতের গুনাহ ও ভয়াবহতা থেকে মুক্ত থেকে নিশ্চিন্তে কথা বলতে পারবেন!)

যে অনেক কথা বলে; সে অনেক ভুল করে (শধুমাত্র একজন মুজতাহিদ এবং শিক্ষিত ব্যক্তি ব্যতীত)। আপনি কী এর উপকার ও ক্ষতি সম্পর্কে জানেন? প্রিয় ভাই আমার! আপনি  আপনার নিজের লাভ এবং ক্ষতি জানেন না। আপনি যখন এই খারাপ কাজের (গীবত) মাধ্যমে নিজেকে খারাপ কর্মীদের সাথে সংযুক্ত করেন। এর ফলে আপনার ভাষার পবিত্রতা নষ্ট করে দেয়। আপনি তখন আল্লাহ্ ও জনগণের অপ্রিয় হয়ে উঠেন।

[আয়াতুল্লাহ হাক্ব শেনাস (রাহ): কিতাব মারদে হাক্ব- লাওহে নেগার, পৃঃ ১৬]

আল্লাহতা’আলা আমাদের গীবত, পরনিন্দা-পরচর্চা থেকে হেফাজত করুক। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button