আল্লাহ্ কেন শয়তানকে সৃষ্টি করেছেন
আল্লাহ্ কেন শয়তানকে সৃষ্টি করেছেন
আল্লাহ্ কেন শয়তানকে সৃষ্টি করেছেন
প্রশ্ন : আল্লাহ শয়তান কে কেন সৃষ্টি করেছেন?
*** উত্তর: আল্লাহ্ শয়তান সৃষ্টি করেছেন – এটি অনেকেরই প্রশ্ন বটে। আল্লাহ্ তো জানতেন যে, শয়তানই সকল কুমন্ত্রণা, প্রলোভন, পথভ্রষ্টতা ও ধোঁকা বাজির উৎস।
আর মানুষের সমস্ত দু র্ভাগ্য ও দুর্দশা তার থেকেই ঘটবে। তাহলে কেন আল্লাহ্ তাকে সৃষ্টি করলেন? কি তার রহস্য। আল্লাহ্ যদি মানুষকে ইবাদাত- বন্দে গীর পরী ক্ষার মাধ্যমে পূর্ণতা ও সৌভা গ্যে পৌঁছা নোর জন্য সৃষ্টি করে থাকেন,
তাহলে ধ্বং সাত্মক ও পূর্ণ তার বিরুদ্ধ অ স্তিত্ব শয়তানকে সৃষ্টি করার পিছনে কী যুক্তি থাকতে পারে?
***প্রথমত : আল্লাহ্ রাব্বুল আলামিন শয়তানকে মানব জাতি সৃষ্টির শুরু থেকে সৃষ্টি করেননি।
কারণ, প্রথম থেকে শয়তান এর সৃষ্টি ছিল পবিত্র ও ত্রুটি মুক্ত।
আর এ কারণেই সে দীর্ঘ কাল ধরে আল্লাহ তাআলার ঘনিষ্ঠ ফেরেশ তাদের মধ্যে কাতার ভুক্ত ছিল।
যদিও সৃষ্টির দিক দিয়ে সে তাদের অংশ ছিল না।
কিন্তু পরবর্তী কালে শয়তান স্বাধী নতার অপ ব্যবহার করে অবা ধ্যতা ও বিদ্রো হের সি দ্ধান্ত নেয়।
ফলে আল্লা হ্র দরবার ও ফেরেশতা দের মধ্য থেকে বিতাড়িত হয়। তখন ‘শয়তান’ তার কুখ্যা তি লাভ করে।
***দ্বি তীয়ত : আমরা যদি সামান্য চিন্তা করি তাহলে দেখতে পাবো যে,
শয়তান নামক এই বিপ জ্জনক শত্রুর উপ স্থিতি ও মানুষের পূর্ণতা ও উন্নতির জন্য একটি সহায়ক উপাদান।
যারা ঈমানের অধিকারী এবং সত্যের পথে চলতে চায়,
তাদের জন্য শয়তানের উ পস্থিতি কখনোই ক্ষতিকর নয়; বরং তাদের জন্য ইমান মজবুত ও পূর্ণতা লাভে সহায়ক।
আল্লাহ্ কেন শয়তানকে সৃষ্টি করেছেন
***এ সব বিষয় গুলো নিয়ে কারও সন্দেহ থাকার কথা নয় যে,
সব সময় প্রতি রোধ ক্ষমতা গুলো জেদী এবং রাগি শত্রুর মোকা বিলায় উজ্জী বিত হয় এবং স্বীয় পূর্ণতা র পথ পাড়ি দেয়।
মানুষের সামনে এক শ ক্তি শালী শত্রুর উপস্থি তি তার প্রতি পালন ও উৎকর্ষ অর্জনে সহায়ক হয়। কারণ,
সব সময় বিরোধ ও প্রতি কূলতার মধ্যে উৎকর্ষ ও বিকাশ অর্থবহ হয়ে ওঠে।
***মানু ষের জীবনে শক্তি শালী শত্রুর মোকা বিলা করা ছাড়া কোন সৃষ্টিই পূর্ণ তার পথে এগিয়ে যেতে পারে না।
অন্য কথায় বলা যায় যে,
মানুষ যতক্ষণ না শক্তি শালী ও ক্ষম তাধর শত্রুর মোকা বিলায় অবতীর্ণ হবে
ততক্ষণ তার শক্তি ও প্রতি ভার প্রতি ফলন ঘটে না এবং সক্রিয় হয় না।
এই শত্রুই মানুষের কর্ম চাঞ্চ ল্য ও উৎক র্ষের কারণ হয়।
এ কারণে শক্তি শালী ও প্রতি ভাবান সেনা ধিনায়ক ও সৈনিক তারাই, যারা বড় বড় যুদ্ধে শ ত্রুদের সাথে কঠিন মোকা বিলায় অবতীর্ণ হয়েছে।
তাদের অভিজ্ঞ ও শক্তি মান রাজ নীতিক হলো তারাই,
যারা কঠিন সংগ্রাম ও রাজ নৈতিক সংকটের মধ্যে শত্রুর সাথে সমান তালে লড়াই করে যাচ্ছে ।
আল্লাহ্ কেন শয়তানকে সৃষ্টি করেছেন
***তা রাই হবে বীর, যারা নামজাদা প্রতি দ্ব ন্দ্বীর সাথে শক্তির পরী ক্ষায় জয়ী হয়েছেন ।
কাজেই, এটি কোন আশ্চ র্যের ব্যাপার নয় যে,
আল্লা হ্র মহান বান্দা গণ শয়তানের মোকা বিলায় নিরন্তর নির বচ্ছি ন্ন সং গ্রামের মাধ্যমে দিন দিন আরও বেসি শক্তি মান ও ক্ষম তাধর হয়ে ওঠেন।
বিজ্ঞা নীরা, আজও ব্যাঘাত বা বাধা সৃষ্টি কারী জীবাণু সমূহের
অস্তি ত্বের প্রয়ো জনীয়তা ও দর্শন স ম্পর্কে বলেন,
যদি এগুলো না থাকতো তাহলে মানুষের দেহের কোষগুলো এক শৈথিল্য ও নিষ্ক র্মা ও নিস্তেজ অবস্থার মধ্যে ডুবে যেত,
যা অনেক ক্ষতিকর এবং সম্ভবত মানুষের বৃদ্ধি ৮০ সেন্টি মিটারের বেশি হতো না বলে তাদের ধারনা ।
সব মানুষই পরিণত হত লিলি পুটিয়ান বা ছোট সাইজে।
কিন্তু মানুষের দেহ ঠিকই ব্যাঘাত সৃষ্টি কারী জীবা ণু স মূহের সাথে এক দৈহিক যুদ্ধে অবতীর্ণ হয়ে অনেক বেশি বৃদ্ধি ও বিকাশ লাভ করেছে।
***এই সব একই কথা শয়তানের সাথে মানুষের রূহের সং গ্রামের ক্ষে ত্রেও প্র যোজ্য।
যদিও সে তার মন্দ ও গর্হিত কাজের জন্য জবাব দিহি করতে বাধ্য থাকবে, তার কাজই মানুষকে ধকা দেওয়া।
কিন্তু তার প্রলোভন ও কু ম ন্ত্রণা তাদেরকে কখনও আটকাতে পারবেনা তারা আ ল্লাহ্র সেই সকল বান্দা,
যারা সত্য পথে হাঁটতে চায়, তাদেরকে শয়তান কোনই ক্ষতি করবে না; বরং পরোক্ষভাবে তাদের জন্য অনেক সুফলদায়ক হবে।
আল্লাহ আমাদের সকল কে বোঝার তৌফিক দান করুক।
আল্লাহ কেন শয়তান সৃষ্টি করলেন, আল্লাহ কেন শয়তান কে সৃষ্টি করলেন,শয়তানকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন?,আল্লাহ কেন শয়তান সৃষ্টি করলেন,আল্লাহ্ কেন শয়তান সৃষ্টি করেছেন,আল্লাহ কেন শয়তান সৃষ্টি করলেন ?,আল্লাহ কেন ইবলিশ কে সৃষ্টি করলেন,আল্লাহ কেন ইদুর সৃষ্টি করলেন,আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন?,আল্লাহকে কে সৃষ্টি করেছেন ???,কেনো আল্লাহ্ শয়তান সৃষ্টি করলেন?,শয়তান সৃষ্টির রহস্য,আল্লাহ কেন শয়তান সৃষ্টি করলেন?,আল্লাহ তা’আলা কাকে আগে সৃষ্টি করেছেন।