EDUCATIONHISTORY

ইসলামের দৃষ্টিতে নারীর অধিকারসমূহ (পর্ব ৩)

ইসলামের দৃষ্টিতে নারীর অধিকারসমূহ পর্ব ৩ ইসলামের দৃষ্টিতে নারীর অধিকারসমূহ পর্ব ৩

 ইসলামের দৃষ্টিতে নারীর অধিকারসমূহ (পর্ব ৩)

                                                                                     চতুর্থ পর্ব দেখতে  ক্লিক করুন

দুধ প্রদানের অধিকার :

) فَإِنْ أَرْضَعْنَ لَكُمْ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ(

যদি নারিগণ তোমাদের বাচ্চাকে দুধ খাওয়ায় তবে তাকে তার পারিশ্রমিক দান কর ।53 .

1এটা ওয়াজিব বা আব শ্যকীয় নয় যে , মা বি না মূল্যে অথবা পা রিশ্র মিক গ্রহণ পূর্বক তার শিশুকে দুধ প্রদান করবে।

তবে এটা এই ক্ষে ত্রে যে ,

যখন শিশুর খাদ্য শুধু মাত্র মায়ের দুধের উপর নির্ভর শীল নয় এবং

শিশুকে অন্যা ন্য খাদ্য (অন্য দুধও) প্রদান করাও যায় তবে লক্ষ্য রাখতে হবে তাতে যেন শিশুর কোন ক্ষতি না হয় ।

2 .যখন শিশুর খাদ্য শুধু মাত্র মায়ের দুধের উপর নির্ভ রশীল , সেক্ষেত্রে ওয়াজিব নয় যে ,

মা বিনামূল্যে অর্থাৎ কোন পারিশ্রমিক না নিয়ে শিশুকে দুধ খাওয়া বেন ,

বরং শিশুর অর্থ থেকে (যদি তার অর্থ থেকে থাকে) ।

আর যদি তার অর্থ না থাকে তবে তার পিতার কাছ থেকে পারি শ্রমিক গ্রহণ করবে ।

3 .যদি শিশু ও তার পিতা এবং তার দাদা অর্থ শালী না হয় তবে

সেক্ষেত্রে মা অবশ্যই শিশুকে বিনামূল্যে দুধ প্রদান করবে অথবা কোন নারীকে দুধ প্রদানের জন্য নিয়োগ করবে।

তবে তাতে যেন শিশুর কোন ক্ষতি না হয় ।

তবে অন্য পন্থাও অবলম্বন করতে পারে যেমন গরুর দুধ অথবা গুড়ো

দুধ শিশুর জন্য ব্যবহার করতে পারেন তবে সেক্ষে ত্রে তার খরচের ভার মায়ের উপর পড়বে ।

ইসলামের দৃষ্টিতে নারীর অধিকারসমূহ (পর্ব ৩)

4 .শিশুর দুধ প্রদানের জন্য তার মাতাই হচ্ছে স র্বাধিক উত্তম । যদিও মা বিনামূল্যে , সমমূল্য অথবা অন্যদের থেকে কম পারিশ্রমিক নিয়ে থাকেন ।54

স্বামীর মৃত্যুর পরে নারী :

কোন এক সময় কোন কোন দেশে যেমন ভারতে রেওয়াজ ছিল কোন নারীর স্বামী মৃত্যুবরণ করলে

ঐ নারীকে তার স্বামীর সাথে জীবিত পুড়িয়ে দেয়া হত অথবা তাকে মৃতের উত্তরাধিকার সম্পত্তি

হিসেবে কোন এক অংশীদার নিজের জন্য নিয়ে যেত ।

ইসলাম নির্দেশ দিয়েছে যে , স্বামীর মৃত্যুর পরে একটি নির্দিষ্ট সময় অপেক্ষার পর

ঐ নারী পুনরায় বিয়ে করতে পারবে ।

হয়তো কোন কোন ক্ষেত্রে এই নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষারও প্রয়োজন নেই ।

ইসলামের দৃষ্টিতে নারীর অধিকারসমূহ

যদি কোন নারীর স্বামীর মৃত্যু হয়ে থাকে এবং তার ছোট সন্তান থাকে

তবে সেক্ষেত্রে দ্বিতীয় বিয়ের জন্য তার সন্তান বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিৎ ।

তবে শর্ত হচ্ছে যে , এই অপেক্ষা করতে গিয়ে সে যেন কোন পাপে লিপ্ত না হয়ে যায় ।

কেননা দ্বিতীয় বিয়ের ফলে এটার সম্ভাবনা আছে যে ,

মা এবং সন্তানদের মধ্যে ভালবাসার ঘাটতি হতে পারে যা সন্তানের উপর বিশেষ প্রভাব বিস্তার করতে পারে ।

                                                                                                                  প্রথম পর্ব দেখতে ক্লিক করুন

                                                                                                                দ্বিতীয় পর্ব দেখতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button