LIFESTYLE

ঘরোয়া উপায়ে দূর করুন ঠোঁটের কালচে ভাব

ঠোঁট যদি স্বাভাবিকের চেয়ে গাঢ় বা কালচে হয়ে যায়, তাহলে অনেকেই অস্বস্তি বোধ করেন। এটা শুধু ধূমপান থেকেই হয় না—অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত ক্যাফেইন, রোদে বেশি বের হওয়া, কম পানি পান করা বা এমনকি বংশগত কারণেও ঠোঁটের রঙে পরিবর্তন আসতে পারে।

ভালো খবর হলো, নিয়ম করে ঘরোয়া যত্ন নিলে ঠোঁটের এই কালচে ভাব অনেকটাই কমিয়ে ফেলা যায়। চলুন জেনে নিই কিছু কার্যকরী প্রাকৃতিক পদ্ধতি।

ঘরোয়া উপায়ে ঠোঁটের কালচে ভাব দূর করার উপায়
১. লেবুর রস

লেবুতে থাকা প্রাকৃতিক ব্লিচিং উপাদান ঠোঁটের রঙ হালকা করতে সাহায্য করে।

কীভাবে ব্যবহার করবেন:

লেবুর একটি টুকরো চিপে রস বের করুন

ঠোঁটে লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিট

এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন

রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন। তবে খুব বেশি সময় লেবু ঠোঁটে রাখবেন না, কারণ এটি অ্যাসিডিক।

২. চিনি ও তেলের স্ক্রাব

ঠোঁটের মরা চামড়া দূর করতে স্ক্রাব খুবই উপকারী।

যা লাগবে:

১ চা চামচ মধু বা নারকেল তেল

১ চা চামচ সাদা বা বাদামি চিনি

ব্যবহারবিধি:

দুটি উপাদান ভালোভাবে মিশিয়ে ঠোঁটে লাগান

১-২ মিনিট হালকাভাবে ম্যাসাজ করুন

তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন

সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করুন ভালো ফলাফলের জন্য।

৩. বিটরুটের রস

বিটে থাকা প্রাকৃতিক রঙ ঠোঁটে লালচে আভা এনে দেয়।

ব্যবহারবিধি:

বিট কুরিয়ে রস বের করুন

তুলো দিয়ে ঠোঁটে লাগিয়ে পুরো রাত রেখে দিন

সকালে ধুয়ে ফেলুন

নিয়মিত ব্যবহার করলে দ্রুত পরিবর্তন চোখে পড়বে।

৪. শসার রস

শসা ঠোঁটকে ঠান্ডা ও হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

ব্যবহারবিধি:

শসা কুরিয়ে রস বের করুন

ঠোঁটে ১০ মিনিট লাগিয়ে রাখুন

এরপর ধুয়ে ফেলুন

দিনে ১-২ বার ব্যবহার করা যেতে পারে। তবে এটি সারা রাত লাগিয়ে রাখবেন না।

অতিরিক্ত যত্নের টিপস

ধূমপান এবং অতিরিক্ত চা বা কফি খাওয়ার অভ্যাস কমিয়ে দিন

প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন

ঠোঁটকে রোদ থেকে রক্ষা করতে SPF যুক্ত লিপ বাম ব্যবহার করুন

ঠোঁট নিয়মিত পরিষ্কার করে ময়েশ্চারাইজ করুন

ঠোঁটের কালচে ভাব একদিনে দূর হবে না—এর জন্য দরকার নিয়মিত যত্ন ও ধৈর্য। তবে প্রাকৃতিক উপায়গুলো নিয়ম করে মেনে চললে ধীরে ধীরে ঠোঁট ফিরে পাবে স্বাভাবিক সৌন্দর্য। আর যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় বা ত্বকে জটিলতা দেখা দেয়, তাহলে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

তথ্যসূত্র: Healthline

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button