ইসলামের দৃষ্টিতে নারীর অধিকারসমূহ (পর্ব ১)
ইসলামের দৃষ্টিতে নারীর অধিকারসমূহ (পর্ব ১)
ইসলামের দৃষ্টিতে নারীর অধিকারসমূহ
দ্বিতীয় পর্ব দেখতে ক্লিক করুন
নারীর দেনমোহর :
আল্লাহ্ তা’ য়ালা পবিত্র কোরআনে বলেছেন :
) وَآتُوا النِّسَاءَ صَدُ قَاتِهِنَّ نِحْلَةً(
নারীর দেন মো হরকে যা তার উপহার স্বরূপ এবং শুধু মাত্র তারই প্রাপ্য তা তাকে দাও ।44
অন্যত্র আল্লাহ তা’ য়ালা বলেছেন :
) وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا(
যদি অনেক বেশী পরি মা নেও দেনমোহর হিসেবে ¯ স্ত্রী কে দিয়ে থাক তা থেকে কিয়দংশও নিও না ।45
যখন ইউরোপ ও অ ন্যান্য দেশগুলো নারীদের কোন অধিকার দানের ব্যাপা রে চিন্তাও করতো না
এবং তাদের ব্যাপা রে ছিল স ম্পূর্ণ রূপে উদাসীন তখন মহান ধর্ম ইসলাম তাদের জন্য দেন মোহ রের ব্যব স্থা করে ।
আর এই দেনমোহরের সম্পূর্ণটাই হচ্ছে তাদের এবং তারা এ ব্যাপারে
যা ভাল মনে করবে তাই করবে তাতে কেউ বাধা দিতে পারবে না ।
ইসলামের দৃষ্টিতে নারীর অধিকারসমূহ
স্ত্রী দের দে নমো হরের উপর ইসলাম এতই গুরু ত্বারোপ করেছে যে ,
অবশেষে এ ব্যা পারে নির্দেশ দিয়ে বলেছে : যদি কোন ব্যক্তি কোন মহিলার সাথে শুধু আক্বদ করে
এবং ঐ আক্বদ আনু ষ্ঠা নিকতার পর্যায় পর্যন্ত না পৌঁছায়
(অর্থাৎ সংসার শুরুর এবং দৈহিক সম্পর্ক হওয়ার আগেই আলাদা হয়ে যাওয়া) ত
থাপিও সে যেন ঐ মহিলাকে অর্ধেক দেনমোহর প্রদান করে ।46
রাসূল (সা.) বলেছেন :ﻣﻦ ﻇﻠﻢ ﺍﻣﺮﺍﺓ ﻣﻬﺮﻫﺎ ﻓﻬﻮ ﻋﻨﺪ ﺍﷲ ﺯﺍﻥ -যে ব্যক্তি তার স্ত্রীর উপর দেন মোহরের
ক্ষে ত্রে জুলুম করে (তা না দিতে চেয়ে তার উপর অ ত্যাচার করে অথবা দিতে গিয়ে তাকে কষ্ট দেয়)
এই ব্যক্তি আল্লাহর কাছে ব্যভি চারী হিসেবে চিহ্নিত হবে । 47
জা হেলি য়াতের যুগে সমাজে একটি খারাপ অভ্যাস বিদ্য মান ছিল তা হচ্ছে মহি লাদে রকে
বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করা হত যাতে করে তারা দেনমোহর ব্যতীতই তালাক নিয়ে নেয় ।
এটা তখনই হত যখন কোন মহিলার দেন মোহরের পরিমান অনেক বেশী থাকতো ।
কিন্তু ইসলাম এই ধরনের কাজকে নিষিদ্ধ ঘোষণা করে ।
ইসলামের দৃষ্টিতে নারীর অধিকারসমূহ
আল্লাহ্ তা’ লায়া পবিত্র কোরআনে বলেছেন :
) وَلَا تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُوا بِبَعْضِ مَا آتَيْتُمُوهُنَّ إِلَّا أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ
وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّـهُ فِيهِ خَيْرًا كَثِيرًا(
যা তোমরা দেনমোহর হিসেবে নির্দিষ্ট করেছো তার একটি অংশকেও নিজেদের হস্তগত করার জন্য তাদের উপর অত্যাচার – জুলূম করোনা ;
তবে যদি তারা প্রকাশ্যে কোন অশ্লীল কাজ করে থাকে ভিন্ন কথা এবং তাদের সাথে উপযুক্ত ব্যবহার কর ।
আর যদি তাদেরকে কোন কারণে অপছন্দ করো তবে সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাওয়ার চিন্তা করো না ,
কেননা এমনও তো হতে পারে তোমরা যেটা অপছন্দ করছো আল্লাহ হয়তো তার মধ্যে অনেক ভাল কিছু নিহিত রেখেছেন ।48
দ্বিতীয় পর্ব দেখতে ক্লিক করুন
তৃতীয় পর্ব দেখতে ক্লিক করুন
চতুর্থ পর্ব দেখতে ক্লিক করুন